Last Updated: April 5, 2013 21:54

ডেভিস কাপে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে শুরুটা অসাধারণ হল ভারতের। সিঙ্গলসে ভারতের জোরা ভরসা সোমদেব এবং ইউকি ভামরি, দুজনেই জিতলেন স্ট্রেট সেটে।
ডেভিস কাপের প্রথম দিন অবনমন প্লেঅফ টাইয়ে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দুই-শূন্য ম্যাচে এগিয়ে গেল ভারত। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার আদি নুগ্রোহোকে স্ট্রেট সেটে হারিয়ে ভারতকে এগিয়ে দেন সোমদেব দেববর্মন। সোমদেব জেতেন ৬-১, ৬-২, ৬-২ গেমে। দুর্বল প্রতিপক্ষকে মাত্র নব্বই মিনিটে উড়িয়ে দেন সোমদেব।
পরের ম্যাচেও সহজ জয় পেলেন ভারতের তরুণ খেলোয়াড় ইউকি ভামরি। ইন্দোনেশিয়ার এক নম্বর টেনিস তারকা ক্রিস্টোফার রুঙ্গকাতকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়ে দেন ইউকি। ডেভিস কাপের ইতিহাসে ইন্দোনেশিয়ার কাছে কোনদিন হারেনি ভারত। বিদ্রোহী খেলোয়াড়দের অন্যতম সোমদেব এই ম্যাচে দলে ফিরে এসেছেন। কিন্তু তিনি, মহেশ বা বোপান্না কেউই বিরোধ মেটানোর জন্য এআইটিএর ডাকা বৈঠকে কাল যোগ দেবেন না বলে ঠিক করেছেন।
First Published: Friday, April 5, 2013, 21:54