Last Updated: Sunday, April 7, 2013, 20:01
এশিয়া-ওশিয়ানিয়া রেলিগেশন প্লে অফে ইন্দোনেশিয়াকে ক্লিন সুইপ করল ভারত। পাঁচটি ম্যাচেই জিতলেন ভারতীয় খেলোয়াড়রা। শনিবার ডাবলসে লিয়েন্ডাররা জিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই টাই জিতে গিয়েছিল ভারত। রবিবার নিয়মরক্ষার দুটি রিভার্স সিঙ্গলসেও জিতলেন সোমদেব দেববর্মনরা। প্রথম রিভার্স সিঙ্গসলে সহজেই জিতে নেন সোমদেব। ৬-৩, ৬-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পান ইউকি ভামরি। মাত্র ৪৫ মিনিটে ম্যাচ জিতে নেন ভারতের এই তরুণ খেলোয়াড়। ইউকি ভামরির পক্ষে খেলার ফল ৬-০, ৬-১।