Last Updated: January 16, 2013 22:13

আই লিগের বন্ধ দরজাটা হঠাত্ করেই খুলে গেছে মোহনবাগানের সামনে। সেই সুযোগ পুরোমাত্রায় কাজে লাগাতে মরিয়া মোহনবাগান কোচ। কয়েকদিনের ব্যবধানে আই লিগের ম্যাচ খেলতে নামতে হবে টোলগেদের। তাই নিজের প্রথম একাদশ কার্যত তৈরি করে ফেলেছেন মোহনবাগান কোচ। ওডাফা নেই। তাই আক্রমণভাগে সম্ভবত শুরু করবেন টোলগে আর স্ট্যানলি জুটি।
মাঝমাঠে করিম খেলাতে চান ডেনসন,নবি আর জুয়েল রাজাকে। ডিপ ডিফেন্সে ইচের সঙ্গী হবেন আইবর। দুই সাইডব্যাকে খেলতে পারেন স্নেহাশিস আর নির্মল। আর ডিফেন্ডারদের সামনে রেখে বিপক্ষের আক্রমণকে আটকাবেন রাকেশ মাসি। আই লিগে মোহনবাগান খেলতে নামে চ্যাম্পিয়নশিপের টার্গেট সামনে রেখে। এবার অবশ্য অন্য টার্গেট। আই লিগ থেকে নির্বাসন বাঁচালেও অবনমন বাঁচানোই এখন প্রধান লক্ষ্য হতে চলেছে সবুজ-মেরুন শিবিরের। দলের সবচেয়ে কঠিন সময়ে ওডাফাকে পাচ্ছেন না কোচ করিম। বড়ম্যাচে লালকার্ড দেখার জন্য পরের দুটো ম্যাচে নেই নাইজেরীয় গোলমেশিন।
তার উপর ওডাফাকে নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটি কি সিদ্ধান্ত নেবে তাও কেউ জানে না। কঠিন চ্যালেঞ্জের সময় তিনি ওডাফাকে ভীষণভাবেই মিস করবেন বলে জানাচ্ছেন করিম। বেশ কিছুদিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি মোহনবাগান। তাই সেরা ফর্মে ফিরতে এক-দুটো ম্যাচ লাগবে বলে মনে করেনন মোহনবাগান কোচ।
First Published: Wednesday, January 16, 2013, 22:13