Last Updated: Tuesday, March 18, 2014, 23:23
ক্লাবকর্তারা আস্থা রাখুন তাঁর উপর। সময় দিন তাঁকে। সাফল্য তিনি আনবেনই। আর্তি ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোর। উদাহরণ টেনে আর্মান্দো জানান,ম্যানচেস্টার ইউনাইটেড ব্যর্থ হলেও কোচ ডেভিড মোয়েসের উপর আস্থা রাখছে ক্লাব। শুধু তাই নয়, প্রাক্তন কোচ স্যার আলেক্স ফার্গুসনও পাশে রয়েছেন মোয়েসের। শুধু মোয়েসই নন,আর্মান্দো উদাহরণ হিসেবে তুলে আনছেন আর্সেন ওয়েঙ্গারের নামও।