Last Updated: January 29, 2012 17:56

চেতলা রোডের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ। মৃত দম্পতির নাম রামলক্ষণ সাউ ও মীনা সাউ। ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। ঘর থেকে সুইসাইড নোটও মিলেছে বলে পুলিস জানিয়েছে।
৯ বি চেতলা রোডের এই বাড়ি থেকেই রবিবার উদ্ধার হয় রামলক্ষণ সাউ এবং তাঁর স্ত্রী মীনা সাউয়ের ঝুলন্ত দেহ। দীর্ঘদিন ধরে বাড়িতে শুধু ওই প্রৌঢ় দম্পতিই থাকতেন। পাশেই পরিবার নিয়ে আলাদা আলাদা থাকতেন তাদের ছেলেরা। রবিবার সকালে বাবা মায়ের ঝুলন্ত দেহ প্রথমে ছেলেরাই দেখতে পান।
অনেকদিন ধরেই ৬৫ বছরের রামলক্ষণ সাউ এবং তাঁর স্ত্রী মীনা সাউ অসুস্থ ছিলেন। শনিবারও মাঝরাত পর্যন্ত তাদের কথাবার্তার আওয়াজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। রবিবার একই ফ্যান থেকে দুজনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন বলেই পুলিসের প্রাথমিক অনুমান। ঘর থেকে সুইসাইড নোটও মিলেছে বলে পুলিস জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Sunday, January 29, 2012, 17:56