Last Updated: Sunday, March 4, 2012, 18:00
প্রায় ১৫ বছর ধরে নিউ আলিপুর রেল স্টেশন সংলগ্ন দুর্গাপুর সেতুর নিচে ছিল নন্দীগ্রাম বস্তি। পোর্টের জমি হলেও, এতদিন একটি রাজনৈতিক দলের মদতেই সেখানে বসবাস করছিলেন ঝুপড়িবাসীরা। অথচ গত বৃহস্পতিবার পে লোডার দিয়ে যখন ভেঙে দেওয়া হয় তাঁদের ঝুপড়ি, তখন নেতা কিংবা মন্ত্রী, সাহায্য চেয়েও দেখা মেলেনি কারোর। ফলে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটছে অসহায় পরিবারগুলির।