Last Updated: May 23, 2013 12:56

চব্বিশ ঘণ্টায় নটি শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত শিশুদের প্রত্যেকেরই বয়স এক দিন থেকে এক বছরের মধ্যে। ঘটনায় ইতিমধ্যেই শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
যদিও মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকদের দাবি অপুষ্টিজনিত কারণেই মৃত্যু হয়েছে এই শিশুগুলির। জেলার রোগী কল্যাণ কমিটির চেয়ারপার্সন তথা পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, অবিলম্বে শিশু মৃত্যু সংক্রান্ত সমস্ত রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
First Published: Thursday, May 23, 2013, 12:56