Last Updated: Thursday, November 10, 2011, 16:11
অজানা জ্বরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল একজনের। লক্ষ্মীরাম মুর্মু নামে ওই ব্যক্তি গাজোলের বাসিন্দা। রবিবার, তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
অজানা জ্বরে মৃত্যুর পর অবশেষে টনক নড়েছে জেলা স্বাস্থ্য দফতরের।