Last Updated: July 17, 2013 15:18

পঞ্চায়েত ভোট চলছে, চলছে সন্ত্রাস, চলছে গুন্ডামি। দ্বিতীয় দফার নির্বাচনে সন্ত্রাসের শিকার হলেন চারজন। পাশাপাশি বুথ দখল, ছাপ্পা ভোট, রিগিংয়ের বিস্তর অভিযোগ তো আছেই। এখানেই উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনীকে কি ঠিকমত ব্যবহার করা হচ্ছে না। রাজ্য সরকার কি কেন্দ্রীয় বাহিনীকে অকেজো করে রেখেছে! নাকি ভোটে এমন হিংসা হওয়াটা স্বাভাবিক।
জানান আপনার মতামত।
First Published: Wednesday, July 17, 2013, 15:18