Last Updated: Saturday, July 13, 2013, 08:38
প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটেও কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না করার মৌখিক নির্দেশ গিয়েছে। নির্দেশ মানতে রাজি না হওয়ায় বেশ কয়েকজন পুলিসকর্তাকে বিপাকে ফেলার হুমকিও নাকি দেওয়া হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের ভোট শেষ হতেই কেন্দ্রীয় বাহিনী রওনা দিল বর্ধমান, হুগলি আর পূর্ব মেদিনীপুরের দিকে। শুক্রবার সন্ধেয় বর্ধমানের শক্তিগড়, বড়সুন আসানসোলের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী।