প্রচন্ড বৃষ্টি,বজ্রপাত, মেঘের কারণে অসি উপকূলে ভাসমান দুটি বস্তুটি আসলে কী এখনও বোঝা যাচ্ছে না । এমএইচ-৩৭০ কি না জানা যাবে কিছুক্ষণ পরেই
Last Updated: March 20, 2014 14:43
** কুয়ালা লমপুরে বারনামা রেডিও২৪ টুইট করেছে, MH370 বিমানের সাত জন ইন্দোনেশিয়ান যাত্রী কোনও রকম সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত নন।
** জন উইলিয়াম , এবিসি নিউজের সাংবাদিক টুইট করে জানাচ্ছেন আমেরিকার বিমান পি-৮ চেপে ধ্বংসাবশেষ স্থলের সব জায়গা ঘুরে ফেললেন, দু'দল ডলফিন ঝাঁক ছাড়া আর কিছুই দেখা গেল না।
** অস্ট্রেলিয়ার AP-3C অরিয়ন বিমান পার্থে ল্যান্ড করা হল। আজকের দিনের জন্য ব্যর্থ হল বিমান খুঁজতে
** রয়টার্স সূত্রের খবর, অস্ট্রেলিয়ার অনুরোধে নরওয়ে প্রশাসন মাদাগাসকর থেকে মেলবোর্নের দিকে রওনা করেছে একটি জাহাজ
** ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী এইচএমএস ইকো উপকূলবর্তী সার্ভে জাহাজ পাঠাচ্ছে দক্ষিণ করিডরের দিকে
** AMSA থেকে টুইট করে জানান হয়েছে সেখানকার আবহাওয়া খারাপ থাকায় ধ্বংসাবশেষের জায়গায় পৌঁচ্ছানো যাচ্ছে না
** ১৬ মার্চ স্যাটেলাইট থেকে ধ্বংসাবশেষের ছবি পাওয়া যায়। মনে করা হচ্ছে এই চার দিনে কয়েকশো মাইল দূরে ২৪ মিটার এই দীর্ঘ বস্তুটি সরে যাবে। Emailed Jim Roberts, Greenwich, London
** ঘটনাস্থলে রয়েছে ২৫টি বিমান, ১৮ টি সামরিক জাহাজ ও ৬টি হেলিকপ্টার।
** ইউএস নেভি পি এইট পসেডিয়ান এয়ারক্রাফ্ট ঘটনাস্থলে পৌঁছে গেল। দক্ষিণ ভারত মহাসাগরে আকাশের ওপর থেকে সেই ভাসমান দুটি বস্তুকে দেখা হচ্ছে। ঘটনাস্থলে থাকা বিবিসি-র সাংবাদিক বলছেন, আর ঘণ্টা খানেক পরেই জানা যাবে আসলে ওই ভাসমান বস্তুদুটি এমএইচ-৩৭০ বিমানের কি না।
** পুরো তল্লাসি অভিযান সরাসরি দেখানো হচ্ছে বেশ কিছু অস্ট্রেলিয়ান চ্যানেলে।
** অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট নিজে জানান, দক্ষিণ ভারত মহাসাগরে ২৪ মিটারের দুটি বস্তুকে ভাসতে দেখা যাচ্ছে।
** মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ নাজিব তুন রজ্জাক টুইট করে জানান
১৩ তম দিনে এমএইচ-৩৭০ বিমান নিখোঁজ রহস্য সমাধানের আলো পাওয়া গেল। অস্ট্রেলিয়া জানিয়েছেন স্যাটালাইটে দেখা গিয়েছে দক্ষিণ ভারত মহাসাগরে দু’টি বস্তুকে যার সঙ্গে বিমানের ধ্বংসাবশেষের মিল পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট নিজে জানান, দক্ষিণ ভারত মহাসাগরে ২৪ মিটারের দুটি বস্তুকে ভাসতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভাসমান ওই বস্তু আসলে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। অসি উপকূলের এক নিরাপত্তাকর্মীও জানিয়েছেন, পার্থ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারত মহাসাগরে খোঁজ পাওয়া বস্তুগুলি খুবই অস্পষ্ট।
এরপরই তল্লাশি অভিযানে আলাদা মাত্রা পেল। দুটি দল আলাদা আলাদা ভাবে অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্তে দক্ষিণ ভারত মহাসাগরের উদ্দেশ্যে রওনা দিল। ভারতীয় সময় সন্ধ্যা ৬টার দিকে প্রথম দলটি ঘটনাস্থলে পৌঁছে যাবে। পরে আরও তিনটি বিমান সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে, এ দিন নতুন করে আরও ছ’লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় সন্ধান শুরু হওয়ায় এই মুহূর্তে মোট প্রায় আশি লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খোঁজ চলছে নিখোঁজ বিমানের।
অস্ট্রেলিয়ার উদ্ধারকারী জাহাজ এইচএমএএস-র পৌঁছাতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ উড়ালের বিমানটি নিখোঁজ হয় ৮ই মার্চ ভোর৷ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে বিমানটি হারিয়ে যাওয়ার কারণ এখনো জানা যায়নি৷ বিমানটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে৷ ২৬টি দেশ স্থল, নৌ ও আকাশপথে এ অভিযান চালাচ্ছে৷
First Published: Wednesday, April 2, 2014, 17:30
comments powered by