Last Updated: Wednesday, March 19, 2014, 19:31
বিকেল ৪টে নাগাদ হঠাতই এল খবর। অন্ধ্র উপকূলে নাকি পাওয়া গেছে নিখোঁজ মালয়েশিয়ান বিমান MH-370র ধ্বংসাবশেষ। একটি তেলুগু সংবাদ চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী অন্ধ্র উপকূলে পাওয়া গেছে এমন কিছু ধ্বংসাবশেষ যা নিখোঁজ বিমানের অংশ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।