দিল্লি গণধর্ষণ কাণ্ড: নাবালক অপরাধীর বিচার হবে জুভেনাইল কোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

দিল্লি গণধর্ষণ কাণ্ড: নাবালক অপরাধীর বিচার হবে জুভেনাইল কোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

দিল্লি গণধর্ষণ কাণ্ড: নাবালক অপরাধীর বিচার হবে জুভেনাইল কোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দিল্লি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ত অপরাধীর বিচার জুভেনাইল আদালতে হবে বলেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অন্যান্য অপরাধীদের সঙ্গেই তার বিচারও সাধারণ আদালতে করার আবেদন জানিয়েছিলেন অভিযুক্তর বাবা, মা। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

১৬ ডিসেম্বর ২০১২ সালে দিল্লির গণধর্ষণের রাতে অভিযুক্তর বয়স ছিল ১৮ বছরের থেরে ৬ মাস কম। জুভেনাইল জাস্টিস বোর্ডের আইন বিচার অনুসারে ৩ বছর কারাদণ্ড হয়েছে তার। অপরাধীর বাবা মায়ের বক্তব্য গত ৩১ অগাস্ট জুভেনাইল বোর্ডের রায় তাঁরা মেনে নিচ্ছেন না। সেই মর্মে শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁরা।

দিল্লি গণধর্ষণ কাণ্ডের অপর চার অপরাধী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশের প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। গত বছর ১১ মার্চ অপরাধী রাম সিং মারা যান তিহার জেলে।


First Published: Friday, March 28, 2014, 14:04


comments powered by Disqus