Last Updated: Monday, January 28, 2013, 20:52
দিল্লি গণধর্ষণ কাণ্ডে ষষ্ঠ অভিযুক্তকে নাবালক হিসেবেই গণ্য করা হবে। সোমবার ভারতের জুভেনাইল জাস্টিস বোর্ড এই রায় দিয়েছে। ষষ্ঠ অভিযুক্তর বয়সের প্রমাণ স্বরূপ তার হাড়ের বিশেষ ধরণের পরীক্ষা (অসিফিকেশন) করানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল।