ডাকাতি রুখে দিলেন বাড়ির পরিচারিকা

ডাকাতি রুখে দিলেন বাড়ির পরিচারিকা

ডাকাতি রুখে দিলেন বাড়ির পরিচারিকাউপস্থিত বুদ্ধির জোরে ডাকাতির চেষ্টা রুখে দিলেন এক পরিচারিকা। মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাগানের সিআইটি রোডের একটি বাড়িতে গৃহকর্ত্রীকে বেঁধে রেখে জিনিসপত্র সরানোর মতলব করেছিল বাড়িরই অন্য ২ পরিচারক। ছাদ থেকে ওই বাড়ির পরিচারিকা তা দেখতে পেয়ে চিত্কার শুরু করে দেন। তাঁর চেঁচামেচি শুনে লোক জড়ো হয়ে যায়। তারপরই পুলিসে খবর দেওয়া হয়। ধরা পড়ে যায় ২ দুষ্কৃতী।

পুলিস সূত্রে জানা গিয়েছে, কাজের লোক পরিচয় দিয়ে ফুলবাগানের সিআইটি রোডের এই বাড়িতে ঢুকেছিল ২ দুষ্কৃতী। পরিচারক পরিচয়ে কাজ করতে করতে ডাকাতির ছক কষে ফেলে তারা। ধৃত ২ যুবকের মধ্যে একজন অনেকদিন ধরে এই বাড়িতে পরিচারকের কাজ করতেন। অন্য এক যুবক দু`দিন আগে ওই বাড়িতে পরিচারকের কাজে যোগ দেয়।


First Published: Wednesday, April 18, 2012, 15:16


comments powered by Disqus