cit road - Latest News on cit road| Breaking News in Bengali on 24ghanta.com
ডাকাতি রুখে দিলেন বাড়ির পরিচারিকা

ডাকাতি রুখে দিলেন বাড়ির পরিচারিকা

Last Updated: Wednesday, April 18, 2012, 15:16

উপস্থিত বুদ্ধির জোরে ডাকাতির চেষ্টা রুখে দিলেন এক পরিচারিকা। মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাগানের সিআইটি রোডের একটি বাড়িতে গৃহকর্ত্রীকে বেঁধে রেখে জিনিসপত্র সরানোর মতলব করেছিল বাড়িরই অন্য ২ পরিচারক। ছাদ থেকে ওই বাড়ির পরিচারিকা তা দেখতে পেয়ে চিত্কার শুরু করে দেন।