ভোট বলছে দীপিকাই বিশ্বের সেক্সিয়েস্ট মহিলা

ভোট বলছে দীপিকাই বিশ্বের সেক্সিয়েস্ট মহিলা

ভোট বলছে দীপিকাই বিশ্বের সেক্সিয়েস্ট মহিলা দর্শকদের ভোটে বিশ্বের সেক্সিয়েস্ট মহিলা নির্বাচিত হলেন দীপিকা পাডুকোন। এফএইচএম ম্যাগাজিন আয়োজিত ভোটে ১০০ জনের তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা।

তবে সেক্সিয়েস্ট মহিলা নির্বাচিত হলেও দীপিকা মনে করেন শারীরিক সৌন্দর্য নয়, তাঁর কাজের জন্যই তিনি এই ভোট পেয়েছেন। বলেন, আমি মনে করি কাজের জন্যই আমি সেরা হয়েছি। গত ২-৩ বছরে আমার প্রতিটা চরিত্র অন্যরকম ছিল। তবে অবশ্যই ব্র্যান্ড এনডোর্সমেন্ট একটা বড় ভূমিকা নিয়েছে। আমার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

রজনিকান্তের বিপরীতে তামিল ছবি কোচাদইয়াঁতে শেষ দেখা গেছে দীপিকাকে। আগামী ছবি ফাইন্ডিং ফ্যানির ফার্স্ট লুকেও রয়েছে চমক।


First Published: Thursday, July 3, 2014, 22:55


comments powered by Disqus