Last Updated: Thursday, December 6, 2012, 19:46
শুরু থেকেই বছরটা বেশ ভালই কেটেছে প্রিয়াঙ্কা চোপড়ার। বক্সঅফিসে সুপারহিট তকমায় উতরে গেছে অগ্নিপথ। অস্কারে মনোনীত হয়েছে বরফি। ঝিলমিল চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ আসমুদ্রহিমাচল। নিজের পপ কেরিয়ারও শুরু করেছেন এবছরই। হিটের তালিকায় বেশ ওপর দিকেই রয়েছে তাঁর গাওয়া উইল.আই.অ্যাম।