Defence Ministry orders probe into INS Kolkata mishap

আইএনএস কোলকাতায় বিস্ফোরণের ঘটনার তদন্তের নির্দেশ দিল প্রতিরক্ষা মন্ত্রক

আইএনএস কোলকাতায় বিস্ফোরণের ঘটনার তদন্তের নির্দেশ দিল প্রতিরক্ষা মন্ত্রকযুদ্ধজাহাজ দুর্ঘটনার একদিন পর অবশেষে টনক নড়ল প্রতিরক্ষা মন্ত্রকের। তদন্তের নির্দেশ দেওয়া হল মুম্বইয়ের মাজগাঁও ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ দুর্ঘটনার। তদন্তকারীদের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে। গতকাল YARD 701- জাহাজে দুর্ঘটনায় মৃত্যু হয় এক নৌসেনা অফিসারের। কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একাংশের মতে জাহাজে বিস্ফোরণ হয়। আরেকটি অংশের দাবি, কার্বন ডায় অক্সাইড গ্যাস লিক করে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির পদত্যাগ দাবি করে বিজেপি।

অল্প কয়েকদিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার নৌসেনার যুদ্ধ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটল। দুর্ঘটনায় আরও কয়েকজন আহতও হয়েছেন। দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কার্বন-ডাই-অক্সাইডের সিলিন্ডার লিক করে কমান্ডার কুণাল ওধাওয়ার মৃত্যু হয়েছে।

দক্ষিণ মুম্বইয়ের কোলাবার বাসিন্দা ওই নৈসেনা আধিকারিককে গুরুতর আহত অবস্থায় এসটি জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

First Published: Saturday, March 8, 2014, 11:51


comments powered by Disqus