Indian armed forces - Latest News on Indian armed forces| Breaking News in Bengali on 24ghanta.com
আইএনএস কোলকাতায় বিস্ফোরণের ঘটনার তদন্তের নির্দেশ দিল প্রতিরক্ষা মন্ত্রক

আইএনএস কোলকাতায় বিস্ফোরণের ঘটনার তদন্তের নির্দেশ দিল প্রতিরক্ষা মন্ত্রক

Last Updated: Saturday, March 8, 2014, 11:51

যুদ্ধজাহাজ দুর্ঘটনার একদিন পর অবশেষে টনক নড়ল প্রতিরক্ষা মন্ত্রকের। তদন্তের নির্দেশ দেওয়া হল মুম্বইয়ের মাজগাঁও ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ দুর্ঘটনার। তদন্তকারীদের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে। গতকাল YARD 701- জাহাজে দুর্ঘটনায় মৃত্যু হয় এক নৌসেনা অফিসারের। কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একাংশের মতে জাহাজে বিস্ফোরণ হয়। আরেকটি অংশের দাবি, কার্বন ডায় অক্সাইড গ্যাস লিক করে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির পদত্যাগ দাবি করে বিজেপি।