Last Updated: March 3, 2013 23:04

একই দিনে দেশের রাজ্যভিত্তিক দুটো বড় খেলার সেরা রাজ্যের নাম জানা গেল। ফুটবল আর ওয়ানডে ক্রিকেট খেলার রাজ্যভিত্তিক এক নম্বর প্রতিযোগিতার ফাইনাল ছিল রবিরার। সেই ফাইনালে একদিকে আশাভঙ্গ হল আয়োজকদের। আর অন্যদিকে থেমে গেল এক অঘটনের রথের। আয়োজকদের হারিয়ে ফুটবলে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হল সার্ভিসেস। আর ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে প্রতিযোগিতার সেরা টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হল দিল্লি।
মজার কথা বিজয় হাজারে ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন ছিল বাংলা। আর দু বছর আগে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা।
কোচিতে সন্তোষ ট্রফির ফাইনালে সার্ভিসেস টাইব্রেকারে ফাইনালে হারাল কেরালাকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল গোলশূন্য। কেরালাকে সমর্থনের জন্য হাজির ছিলেন ৩৫ হাজার দর্শক। কিন্তু গোটা স্টেডিয়ামকে হতাশ করে খেতাব নিয়ে গেল সার্ভিসেস। গতবারও সন্তোয ট্রফিতে সার্ভিসেস চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার তারা হারিয়েছিল তামিলনাড়ুকে।
ক্রিকেটের বিজয় হাজারেতে আবার অসম একের পর এক অঘটন ঘটিয়ে ফাইনালে ওঠার পরও শেষরক্ষা করতে পারল না। ফাইনালে অসমকে ৭৫ রানে হারিয়ে খেতাব নিয়ে গেল দিল্লি। ফাইনালে দুরন্ত শতরান করলেন উন্মুক্ত চাঁদ। তবে ব্যর্থ হন গৌতম গম্ভীর।
First Published: Sunday, March 3, 2013, 23:04