Last Updated: December 8, 2013 14:19
দিল্লি বিধানসভা নির্বাচনে ভাল ফলের পর আম আদমি পার্টির পরবর্তি লক্ষ্য খোদ নরেন্দ্রে মোদী। রবিবার জয়ের উৎসব শুরু হতেই দলের তরফে জানানো হয়, শিলা দীক্ষিত কে পরাস্ত করার পর তাঁদের লক্ষ্য এবার বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে হারানো।
দলের নেতা ও সমর্থকরা এখন রাজধানীর রাজপথে। পালা বিজয় উৎসবের। শ্লোগানের বয়ান, "শিলা কো হারায়া হ্যায়। মোদী কো হারায়েঙ্গে।" (শিলাকে হারিয়েছি। মোদীকেও হারাবো)।
দিল্লির মুখ্যমন্ত্রী পদত্যাগ দেওয়া পরই উল্লাসে ফেটে পড়েন আপ সমর্থকরা। শ্লোগানের, "শিলা তাই ভাগ গেই।"
First Published: Sunday, December 8, 2013, 14:19