Last Updated: November 12, 2013 09:59

ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী। আজ ভোরে তিন ঘণ্টার মধ্যে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়।
আজ রাত ১২.৪১ নাগাদ প্রথম ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। তিন থেকে চার সেকেণ্ড ধরে কম্পন হয়। দক্ষিণ দিল্লির সৈনিক ফার্মের কাছে এই কম্পনের এপিসেন্টরটি ছিল।
দ্বিতীয় কম্পনটি হয় রাত ১টা ৪১ নাগাদ। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৩। দিল্লির সঙ্গে নয়ডা ও গাজিয়াবাদ, মানেসর, গুরগাঁওতেও ভূকম্পন অনুভূত হয়।
রাত ১টা ৫৫ নাগাদ তৃতীয় ও ৩টে ৪০ নাগাদ চতুর্থ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এদের মাত্রা ছিল যথাক্রমে ২.৫ ও ২.৮।
আতঙ্কে সাধারণ মানুষ বাড়ি ছেড়ে মাঝরাতে রাস্তায় বেরিয়ে আসেন।
First Published: Tuesday, November 12, 2013, 09:59