অপেক্ষার প্রহর গুনছে দেশ, দিল্লি গণধর্ষণ মামলার রায় ঘোষণা আজ

দিল্লি গণধর্ষণ মামলা: দোষী সাব্যস্ত অভিযুক্ত চার জনই, আগামিকাল সাজা ঘোষণা

দিল্লি গণধর্ষণ মামলা: দোষী সাব্যস্ত অভিযুক্ত চার জনই, আগামিকাল সাজা ঘোষণাদিল্লি গণধর্ষণ মামলায় অভিযুক্ত চার দুষ্কৃতী বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন ও মুকেশকে দোষী সাব্যস্ত করল ফাস্ট-ট্র্যাক কোর্ট। আগামিকাল এই চারজনের সাজা ঘোষণা করা হবে।

গত বছর ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে ছয় দুষ্কৃতীর গণধর্ষণ আর পৈশাচিক অত্যাচারের শিকার হয়েছিলেন বছর ২৩-এর প্যারামেডিক্যালের এক ছাত্রী। মৃত্যুর সঙ্গে তীব্র পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত হার মানে মেয়েটি। এই ঘটনায় সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হয়। নজিরবিহীন প্রতিবাদের জেরে আইন বদলানোর প্রক্রিয়াও শুরু হয়।

এই ঘটনায় অভিযুক্ত ছ'জনের মধ্যে জেলেই মৃত্যু হয়েছে এক অভিযুক্ত রাম সিংয়ের। বাকি পাঁচ জনের মধ্যে নাবালক অভিযুক্তকে তিন বছরের জন্য বিশেষ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মেয়েটির পরিবার দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।








First Published: Tuesday, September 10, 2013, 20:27


comments powered by Disqus