Last Updated: Monday, December 16, 2013, 10:32
নির্যাতনের শিকার নারী। শিকার সামাজিক অবক্ষয়ের। কিন্তু, যাঁরা সমাজকে নতুন দিশা দেখানোর প্রতিশ্রুতি দেন, তাঁদের মুখ থেকেও অনেক সময় বেরিয়ে আসে চটুল মন্তব্য। বেশিরভাগ ক্ষেত্রেই তার নিশানা কোনও না কোনও মহিলা। শুধু ধর্ষণ হলে নয়, সংসদ থেকে খেলার মাঠ, কর্মক্ষেত্র। প্রতিদিনই কটূক্তির শিকার মহিলারা। আইন বদলেছে। কিন্তু, আজও কানে আসে সেইসব অমৃতবানী।