এখনও উদ্বেগ কাটেনি, শারীরিক পরীক্ষা চলছে তরুণীর

এখনও উদ্বেগ কাটেনি, শারীরিক পরীক্ষা চলছে তরুণীর

এখনও উদ্বেগ কাটেনি, শারীরিক পরীক্ষা চলছে তরুণীরগত রবিবার রাতে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়া তরুণীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে সফদরজং হাসপাতাল তরফে জানানো হয়েছে। এদিন সকালে নতুন করে তাঁর বেশকয়েকটি পরীক্ষা করা হয়েছে।

সফদরজং হাসপাতালের সুপার বি ডি আথানি জানিয়েছেন, "আমরা তাঁর শারীরিক অবস্থার নিরিখে সমস্ত পরীক্ষা করেছি।" নিগৃহীতা তরুণীর অবস্থা জটিল রয়েছে বলেও জানিয়েছেন আথানি।

গতকাল চিকিৎকরা তাঁর স্বাস্থ্যের উন্নতি নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন। ২৩ বছরের ছাত্রীর চিকিৎসায় সাড়া দেওয়ার শক্তিকে কুর্ণিশও জানিয়েছিলেন ডাক্তাররা। তাঁরা আরও জানিয়েছিলেন, মেয়েটির মানসিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। তিনি কথাও বলে স্বাভাবিক ভাবে।





First Published: Sunday, December 23, 2012, 14:45


comments powered by Disqus