Last Updated: Saturday, April 27, 2013, 09:31
প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ পাকিস্তানের জেলে ভারতীয় বন্দী সরবজিৎ সিংকে প্রহারের ঘটনাকে দুঃখজনক অ্যাখা দিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশেও চিঁড়ে যে ভিজছে না তা বিরোধীদের মন্তব্যেই স্পষ্ট। গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পাক জেলে সরবজিতের প্রহারের ঘটনাকে সরাসরি ইউপিএ সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করলেন। সরবজিতের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয়সরকারের বিরুদ্ধে। তাঁরা অভিযোগ করেছেন সরকার আগে থেকে উদ্যোগ নিলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হত না সরবজিৎকে।