Last Updated: February 12, 2014 23:50

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বুধবার এফআইআর দায়ের করল দিল্লি সরকারের দুর্নীতি বিরোধী ব্যুরো। এফআইআর-এ নাম রয়েছে পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি, রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির। মঙ্গলবারই এফআইআর দায়ের করা হবে বলে ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মইলি ও মুকেশ আম্বানি ছাড়াও এফআইআর-এ নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী মুরলী দেওরা, অবসরপ্রাপ্ত অফিসার বিকে সিবালেরও। দুর্নীতি প্রতিরোধকারী আইনে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেইঙ্গেই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ-গোদাবরী উপত্যকায় রিলায়েন্সকে দেওয়া জমিও ফেরত্ নিয়ে রাজ্যের ন্যাশনাল গ্যাস কর্পোরেশনকে হস্তান্তরিত করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অজয় মাকেন পরে জানান দল কখনই তদন্তের বিরোধী ছিল না। তিনি বলেন, ""শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই তদন্ত রাজনৈতিক প্রতিহিংসা কিনা এবং আইনি পথে হচ্ছে কিনা. আশা করব দিল্লি সরকার এই দুটো বিষয় মাথায় রেখেছে.``
First Published: Wednesday, February 12, 2014, 23:50