Last Updated: Tuesday, April 2, 2013, 17:57
দীর্ঘ দিনের বৈরিতা ভুলে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ হলেন ভারতের ধনীতম দুই কোটিপতি ভ্রাতৃদ্বয় মুকেশ ও অনিল আম্বানী। দু`জনের মধ্যে ১২০০ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী নিজের নতুন ৪জি টেলিকম পরিষেবার জন্য মুকেশ, ছোট ভাই অনিলের অপটিক ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবেন।