গুলাব গ্যাংয়ের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

গুলাব গ্যাংয়ের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

গুলাব গ্যাংয়ের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের মুক্তির দু`দিন আগে গুলাব গ্যাংয়ের মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। উত্তর প্রদেশের সমাজসেবী সম্পত পল দেবীর গুলাবি গ্যাং নিয়ে তৈরি ছবি মুক্তির কথা ছিল আগামী ৭ মার্চ।

বুধবার মাধুরী দীক্ষিত, জুহি চাওলা অভিনীত ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সঞ্জীব সচদেব বলেন যদি ৭ মার্চ ছবি মুক্তি পায় তাহলে সম্পত পলের ভাবমূর্তির ওপর তা প্রভাব ফেলবে। এর আগে গুলাব গ্যাংয়ের মুক্তির বিরুদ্ধে হাইকোর্টে সম্পত জানিয়েছিলেন তাঁর জীবনী নিয়ে ছবি তৈরির আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি। ছবির কিছু দৃশ্য তাঁর ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে বলেও মনে করেন সম্পত।



First Published: Wednesday, March 5, 2014, 21:03


comments powered by Disqus