Last Updated: Tuesday, January 7, 2014, 21:52
সাত বছর পর আবার বড় পর্দায় নায়িকার ভূমিকায় ফিরছেন তিনি। যাঁর লাস্য, হাসি একসময় ঝড় তুলত বহু পুরুষের হৃদয়ে, ছবি মুক্তি পেলেই একরাশ প্রত্যাশা জাগত ভক্তদের মনে, এই শুক্রবার সেই মাধুরীর। শুধু মাধুরী অভিনীত ঢেড় ইশকিয়া ছবির মুক্তি নয়, গুলাব গ্যাং ছবির ট্রেলরও মুক্তি পাচ্ছে এইদিনই। এই শুক্রবার বক্সঅফিস প্রস্তুত ডবল মাধুরী ধামাকার জন্য।