Last Updated: April 28, 2013 09:26

ফের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দিল্লিতে। গতকাল সকালে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে এইমসে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করে পুলিস।
দিল্লির গান্ধীনগরে শিশুকন্যার ওপর নৃশংস অত্যাচার ও ধর্ষণের কয়েকদিনের মধ্যেই ফের একইরকম ঘটনার সাক্ষী হল রাজধানী। শনিবার সকালে দক্ষিণ দিল্লির বদরপুর এলাকায় জনশৌচালয়ের ভিতর থেকে গুরুতর জখম অবস্থায় ছ-বছরের এক শিশুকন্যাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। শিশুটির গলায় ক্ষত ছিল। আঘাতের চিহ্ন ছিল ঘাড় ও যৌনাঙ্গে।
এইমসের ট্রমা সেন্টারে শিশুটির অস্ত্রোপচার করা হয়। তার অবস্থা স্থিতিশীল হলেও বিপদের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিতসকরা।
ঘটনায় জনশৌচালয়ের কনট্রাক্টর সহ বাইশ জনকে আটক করে পুলিস।
দিল্লি পুলিসের দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যানই বলছে, রাজধানীতে চলতি বছরে ধর্ষণের ঘটনা বেড়েছে একশো আটান্ন শতাংশ। শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের ঘটনা বেড়েছে যথাক্রমে ছশো এবং সাতশো শতাংশ।
First Published: Sunday, April 28, 2013, 09:26