Last Updated: May 8, 2014 11:00

দিল্লির বাতাসে এখন শুধুই বিষ। দিল্লির বাতাসের বিষ প্রতি নিঃশ্বাসে প্রবেশ করছে রাজধানীবাসীদের শরীরে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা `হু`-এর মতে এই মুহূর্তে পৃথিবীর দূষিততম শহর ভারতের রাজধানী। দিল্লির দূষণ হেলায় হারিয়েছে বেজিংকেও। অর্থাৎ আপনি যদি দিল্লির ২কোটি বাসিন্দার একজন হন তাহলে পৃথিবীর দূষিততম শহরে বাস করছেন আপনিও।
প্রাকৃতিক গ্যাসে চলা যানবাহনও দিল্লির বায়ু দূষণের মাত্রা কমাতে পারেনি।
রাজধানীর বাহ্যিক বায়ু দূষণের মাত্রা সারা বিশ্বের ৯০টি দেশের ১৬০০ শহরের তুলনায় অনেক বেশি। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত করা একটি সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট পেশ করেছে `হু`।
First Published: Thursday, May 8, 2014, 13:43