Delhi rain killed 9

দিল্লিতে ঝড়ে মৃত ৯, আহত ১৩

দিল্লিতে প্রবল ঝড়ে মৃত্যু হল ৯ জনের। আহত হয়েছেন ১৩ জন। গতকাল বিকেল ৫ টা নাগাদ প্রায় ৯০ মাইল গতিতে এই ঝড় আছড়ে পরে রাজধানীতে। ধুলোয় ঢেকে যায় চারপাশ। সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও।

ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছ উল্টে, দেওয়াল ধসে স্তব্ধ হয়ে যায় দিল্লির জনজীবন। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবাও। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় দিল্লির বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাও। বহু জায়গাই ডুবে যায় অন্ধকারে।

রাজধানী রাস্তায় রাস্তায় বহু গাছ পড়ে রয়েছে। রাস্তা সাফ করার কাজ চলছে। গতকাল চলে বিভিন্ন রাস্তায় প্রবল যানজটের খবর পাওয়া গিয়েছে। বৃষ্টির জেরে দিল্লি বিনামবন্দর থেকে বিমান ওঠা নামাও বিলম্ব হচ্ছে।

First Published: Saturday, May 31, 2014, 11:04


comments powered by Disqus