দিল্লি ধর্ষণ কাণ্ড: সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিস

দিল্লি ধর্ষণ কাণ্ড: সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিস

 দিল্লি ধর্ষণ কাণ্ড: সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিসদিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে ফের অস্বস্তিতে দিল্লি পুলিস। নারীদের উপর যৌননিগ্রহের প্রতিবাদেরত বিক্ষোভকারীদের সঙ্গে আচরণ নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার
মুখে পড়ল তারা।

দিল্লিতে পাঁচ বছরের শিশুকন্যার উপর পৈশাচিক যৌননির্যাতনের প্রতিবাদে অংশগ্রহণকারী এক তরুণীকে চড় মারেন এক পুলিস অফিসার। আজ শীর্ষ আদালত দিল্লি পুলিস কমিশনারকে এফিডেভিটের মাধ্যমে এই ঘটনার ব্যাখা জানতে নির্দেশ দিলেন।

এইমসের বাইরে বিক্ষোভরত ওই তরুণীকে চড় মারেন দিল্লি পুলিসের এক পদস্থ অফিসার। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে সর্বস্তরে সমালোচনার সম্মুখীন হয় দিল্লি পুলিস।

এই ঘটনার সঙ্গে জড়িত দিল্লি পুলিসের অ্যাসিট্যান্ট কমিশনার বিএস আহলাওয়াতকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।

এরসঙ্গেই আজ শীর্ষ আদালত আলিগড়ের ৬৫ বছরের এক মহিলার উপর পুলিসের লাঠি চালানো নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যসচিবের কাছে জবাবদিহি চেয়েছে।




First Published: Thursday, April 25, 2013, 13:00


comments powered by Disqus