ডেঙ্গুর থাবা শিলিগুড়িতে

ডেঙ্গুর থাবা শিলিগুড়িতে

ডেঙ্গুর থাবা শিলিগুড়িতেশিলিগুড়ির সরকারি হাসপাতাল থেকে নার্সিংহোম। বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বেসরকারী মতে শিলিগুড়ি শহরে এখনও পর্যন্ত মোট ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত। তবে সরকারি মতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখনও অস্পষ্ট। ডেঙ্গুর আতঙ্কে জবুথবু শিলিগুড়ি। প্রায় প্রতিদিনই শিলিগুড়ি পুরনিগম ও তার লাগোয়া এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিকাঠামো ও চিকিত্‍সার অভাবে নাজেহাল সাধারণ মানুষ। ভয়াবহ অবস্থা শিলিগুড়ি সদর হাসপাতালে। সব ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তদের ভিড়। কোথাও কোথাও একটি বেডে দু`জন করে রোগীর চিকিত্‍সাও চলছে। ডেঙ্গুর দাপটে স্বাস্থ্য দফতরের গাফিলতিকেই দায়ী করেছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গঙ্গোত্রী দত্ত।
 
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।
 
প্রায় ছয়মাস ধরে শিলিগুড়ি পুরনিগমে অচলাবস্থার জেরে শিকেয় উঠেছে নাগরিক পরিষেবা। যত্রতত্র জঞ্জাল সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরনিগমের রাজনৈতিক কাজিয়ায় কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ।

First Published: Friday, September 6, 2013, 18:59


comments powered by Disqus