Last Updated: Friday, September 6, 2013, 18:59
শিলিগুড়ির সরকারি হাসপাতাল থেকে নার্সিংহোম। বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বেসরকারী মতে শিলিগুড়ি শহরে এখনও পর্যন্ত মোট ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত। তবে সরকারি মতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখনও অস্পষ্ট। ডেঙ্গুর আতঙ্কে জবুথবু শিলিগুড়ি। প্রায় প্রতিদিনই শিলিগুড়ি পুরনিগম ও তার লাগোয়া এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিকাঠামো ও চিকিত্সার অভাবে নাজেহাল সাধারণ মানুষ। ভয়াবহ অবস্থা শিলিগুড়ি সদর হাসপাতালে। সব ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তদের ভিড়। কোথাও কোথাও একটি বেডে দু`জন করে রোগীর চিকিত্সাও চলছে। ডেঙ্গুর দাপটে স্বাস্থ্য দফতরের গাফিলতিকেই দায়ী করেছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গঙ্গোত্রী দত্ত।