ঘাটালের প্রতিপক্ষ সন্তোষের বাড়িতে রাতেই চা খেতে গেলেন দেব

ঘাটালের প্রতিপক্ষ সন্তোষের বাড়িতে রাতেই চা খেতে গেলেন দেব

ঘাটালের প্রতিপক্ষ সন্তোষের বাড়িতে রাতেই চা খেতে গেলেন দেবশেষ পর্যন্ত ঘাটালে বাম প্রার্থী সন্তোষ রানার বাড়িতে গেলেন দেব। গতকাল রাত দশটা দশ মিনিট নাগাদ সন্তোষবাবুর বাড়িতে পৌছন তিনি। বিকেলেই সন্তোষ রানার বাড়িতে চায়ের আমন্ত্রণ ছিল তাঁর। কথা দিয়েছিলেন যাবেন। পরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর রাতের দিকে আচমকাই প্রায় চুপিসাড়ে উপস্থিত হন সন্তোষবাবুর বাড়িতে। অভিনেতা- প্রার্থী পরে সাংবাদিকদের বলেন, এটা নিছকই সৌজন্য সাক্ষাত্। আশীর্বাদ নিয়ে গেলেন প্রবীণ নেতার। তবে সৌজন্য সাক্ষাতের মধ্যে দেবকে বেশ কিছু রাজনৈতিক পরামর্শও দিয়েছেন সন্তোষবাবু।

বামফ্রন্ট প্রার্থী বললেন,"ওকে প্রাণভরে আশীর্বাদ করেছি৷ অভিনয়ে যাতে অনেক উন্নতি করতে পারে , এই কামনা করেছি৷ "
এর আগে ফোনে দেব জানিয়েছিলেন, আই অ্যাম সরি স্যর৷ শুটিংয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি৷ কাজ সারতে দশটা বেজে যাবে৷ আজ আর চা খেতে যাচ্ছি না৷ অন্য কোনও দিন আপনার বাড়িতে অবশ্যই যাব৷ "

First Published: Wednesday, March 26, 2014, 08:34


comments powered by Disqus