Last Updated: October 1, 2012 16:10

পুজোর আগেই `দশমী`, `পাগলু টু` বক্সঅফিসে বিশেষ সুবিধা করতে না পারলেও এবারের পুজো দেবের কাছে দারুন স্পেশ্যাল। ঠিক পুজোর মুখেই আসতে চলেছে ভেঙ্কটেশ ফিল্মসের চ্যালেঞ্জ টু। আর এই ছবিতেই নিজের রোম্যান্টিক হিরোর ইমেজ ছিঁড়ে বেরিয়ে আসছেন দেব। `চ্যালেঞ্জ টু`তে তাঁকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে।
`চ্যালেঞ্জ টু` নিয়ে উচ্ছ্বসিত দেব বলেন, "ইমেজের দিক থেকে ভাবতে গেলে `চ্যালেঞ্জ টু` আমার কাছে `বিগেস্ট চ্যালেঞ্জ`। এই প্রথম `রাফ অ্যান্ড টাফ হিরো`র ভূমিকায় দেখা যাবে আমাকে। প্রচুর আ্যাকশন সিক্যুয়েন্সে ভরপুর `চ্যালেঞ্জ টু`। আমি হলফ করে বলতে পারি শেষ ৬ বছর আমাকে টলিউডের দর্শক এভাবে দেখেনি। শুধু নতুন অবতারেই নয়, `চ্যালেঞ্জ টু`তে নতুন হিরোইনও পাচ্ছি আমি। পূজা। আশা করি আমাদের রসায়ন দর্শকের ভালো লাগবে।"
এতো গেল রিল লাইফ। রিয়েল লাইফেও এই পুজো দেবের জন্য যথেষ্টই স্পেশ্যাল। দুবছর পর এই বছর মা-বাবার সঙ্গে দুর্গাপুজো কাটাতে চলেছেন টলিউড হার্টথ্রব।
First Published: Monday, October 1, 2012, 19:30