Last Updated: Thursday, November 8, 2012, 16:25
পা পর্যন্ত লম্বা ঢিলেঢালা ম্যাক্সি ড্রেস, ভরা পেটের পৃথুলা শরীর, চোখমুখে ক্লান্তির ছাপ। এরকম ডি-গ্ল্যাম চরিত্রেই অভিনয় করে হাজার গ্ল্যামারাস স্যালুট আদায় করে নিয়েছিলেন বিদ্যা বালন। ২০১২-র অন্যতম সেরা ছবি উপহার দিয়েছেন সুজয় ঘোষ। তবে `কাহানি`র সিক্যুয়েলে কিন্তু বিদ্যাকে মোটেই এভাবে দেখা যাবে না। একেবারে নতুন অবতারে তাঁকে `কাহানি টু`তে আনতে চলেছেন সুজয়।