Last Updated: March 17, 2014 19:41

একমঞ্চে বলিউডের সুপারস্টার দেব ও স্বর্ণযুগের নায়িকা সন্ধ্যা রায়। না, নতুন কোনও সিনেমার জুটি নয়। আগামিকাল পশ্চিম মেদিনীপুরে অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভায় দুই তারকা প্রার্থীকে নিয়েই ভোট যুদ্ধের দামামা বাজাতে চলেছে তৃণমূল। ভোট প্রচারের সূচনাতেই একমঞ্চে হাজির করা হচ্ছে দুই তারকা প্রার্থীকে। কর্মীসভা সফল করতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। আজই চন্দ্রকোনা প্রয়াগ ফিল্ম সিটিতে দেব পৌছে যাচ্ছেন বলে খবর।
একদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সন্ধ্যা রায় ও অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে নিয়ে জেলার মানুষের উত্সাহ তুঙ্গে। তাই আগামিকালের সভায় বাঁধভাঙা ভিড় হবে বলেই আশা করছে দলীয় নেতৃত্ব। সভায় থাকবেন তৃণমূল নেতা মুকুল রায়, সাংসদ শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর মতো জেলার তাবড় নেতারাও। স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় দশহাজার। অবাঞ্ছিতদের ভিড় এড়াতে দলীয় কর্মীদের জন্য প্রবেশপত্রেরও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরপরেও তারকা প্রার্থীদের শুধুমাত্র একবার দেখার জন্য ভিড়, আদৌ কতটা সমাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় জেলা তৃণমূল নেতৃত্ব।
First Published: Monday, March 17, 2014, 19:41