বক্সিংয়ে এগোলেন দেবেন্দ্র সিং লাইসরাম

বক্সিংয়ে এগোলেন দেবেন্দ্র সিং লাইসরাম

বক্সিংয়ে এগোলেন দেবেন্দ্র সিং লাইসরাম অলিম্পিকে বক্সিংয়ে আরও উজ্জ্বল হল ভারতের পদক জয়ের আশা। দুরন্ত জয় পেলেন দেবেন্দ্র সিং লাইসরাম। পুরুষদের ৪৯ কেজি বিভাগ বা লাইট ফ্লাই বিভাগে হন্ডুরাসের বায়র্ন মলিনাকে হারিয়ে দেন সহজেই। ম্যাচের প্রথম রাউন্ডেই দুবার নকডাউন করে সহজ জয় পান দেবেন্দ্র। মাত্র ২ মিনিট ২৪ সেকেন্ডের লড়াইয়ে শেষ ১৬-য় পৌঁছে যান তিনি। এখনও পর্যন্ত এই অলিম্পিকে সবচেয়ে কমসময়ে নিষ্পত্তি হওয়া ম্যাচ।

এর আগে শনিবার বক্সিংয়ে গ্রুপ লিগে বিজেন্দ্র সিংয়ের জয়ের পর রবিবার বক্সিংয়ে ভারতকে জয় এনে দেন জয় ভগবান। ৬০ কেজি লাইট ওয়েট বিভাগে সেশেলসের প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রিকুইকে হারিয়ে দেন ভারতের এই বক্সার। ৩ রাউন্ডের খেলার পর জয় ভাগবানের পক্ষে বাউটের ফল ১৮-৮।  বক্সিংয়ে পুরুষদের ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন বিজেন্দ্রও। কাজাকিস্তানের বক্সার সুজাহানোভেকে হারান তিনি। বিজেন্দ্রর পক্ষে খেলার ফল ১৪-১০। আগামী ২ অগাস্ট প্রি-কোয়ার্টারে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেরেল গউসার বিরুদ্ধে নামছেন বিজেন্দ্র।

গগন নারাংয়ের পর লন্ডন অলিম্পিক থেকে দ্বিতীয় পদকের আশায় এখন বক্সারদের দিকেই তাকিয়ে রয়েছে ভারত।

First Published: Tuesday, July 31, 2012, 20:51


comments powered by Disqus