Last Updated: Tuesday, July 31, 2012, 20:51
অলিম্পিকে বক্সিংয়ে আরও উজ্জ্বল হল ভারতের পদক জয়ের আশা। দুরন্ত জয় পেলেন দেবেন্দ্র সিং লাইসরাম। পুরুষদের ৪৯ কেজি বিভাগ বা লাইট ফ্লাই বিভাগে হন্ডুরাসের বায়র্ন মলিনাকে হারিয়ে দেন সহজেই। ম্যাচের প্রথম রাউন্ডেই দুবার নকডাউন করে সহজ জয় পান দেবেন্দ্র।