দেশে ফিরলেন দেবযানী

দেশে ফিরলেন দেবযানী

দেশে ফিরলেন দেবযানী দেশে ফিরলেন ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে। রাত সাড়ে দশটা নাগাদ রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্দাতিক বিমানবন্দরে নামে তাঁর বিমান।

আপাতত ভারতীয় বিদেশমন্ত্রকেই কোনও পদে নিযুক্ত করা হবে তাঁকে। মার্কিন যুক্তরাষ্ট্রের আবেদন ছিল, দেবযানীকে মঞ্জুর করা কূটনৈতিক রক্ষাকবচ শিথিল করুক ভারত নিজে। তবে ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভিসা জালিয়াতি এবং মিথ্যে বয়ানের অভিযোগে দেবযানী খোবরাগাড়েকে অভিযুক্ত করে চার্জ গঠন হয়ে গেছে মার্কিন আদালত। এসবের মধ্যেই মঞ্জুর হয়েছে তাঁর কূটনৈতিক রক্ষাকবচও। কোনও ঝুঁকি না নিয়ে তাই দেবযানী খোবরাগাড়েকে দেশে ফিরিয়ে আনছে ভারত।

তবে আমেরিকা অনুরোধ করে, দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে মামলা চালানোর জন্য ভারত নিজেই যেন ওই রক্ষাকবচ শিথিল করে দেয়। ওই প্রস্তাব নাকচ করেছে নয়াদিল্লি। এরপরই দেবযানীকে দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়।

First Published: Friday, January 10, 2014, 23:51


comments powered by Disqus