আনোয়ার শাহ রোডের ঢাকা কালীবাড়ি, Dhaka kali Bari

আনোয়ার শাহ রোডের ঢাকা কালীবাড়ি

আনোয়ার শাহ রোডের ঢাকা কালীবাড়িশহরের খ্যাতনামা কালীবাড়িগুলির মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের ঢাকা কালীবাড়ি। প্রথমে ফি বছর কালীপুজোয় মাটির প্রতিমা এনে তা একবছর রেখে দেওয়া হত। বছর তিরিশ হল সেই রেওয়াজ বিলুপ্ত। এখন কষ্ঠিপাথরের অপূর্ব মুর্তিতে পূজিত হন আদ্যাশক্তি। এমন সময়ের কথা যখন কলকাতার দক্ষিণ সীমানা শেষ হত কালীঘাট মন্দিরেই। তখনও দক্ষিণ কলকাতা বা দক্ষিণ শহরতলীর জন্ম হয়নি। ১৩৪৫বঙ্গাব্দে আনোয়ার শাহ রোডে এক পুকুরের গায়ে কালীমন্দির তৈরি করলেন বরিশালের ননীগোপাল চক্রবর্তী। ঢাকা কালীমন্দিরের আদলে তৈরি এই কালীবাড়ির নামও রাখা হল ঢাকা কালীবাড়ি। প্রথম দিকে যজমানির সামান্য টাকায় মন্দির চালানো দায় ছিল। এলাকায় তেমন বসতিও ছিলনা। কোনওক্রমে চেয়েচিন্তে চলত মায়ের অভাবের সংসার। ১৯৭৯ সালে হাল ফিরল মন্দিরের।ভক্তরা বলেন, মাই ফেরালেন হাল।
মাটির প্রতিমা বিসর্জিত হল। তৈরি হল কষ্ঠিপাথরের মূর্তি। সেই মুর্তিই পূজিত হয়ে আসছে আজও। কালীপুজোর রাতে হোম-যজ্ঞ-নাম গোত্র সংকল্পের মাধ্যমে এখানকার পুজো টেনে আনে অগনিত ভক্তকে। পরের দিন খিচুড়ি, পাঁচ রকম ভাজা, ইলিশ মাছ, রুই মাছ, চাটনি, পায়েসের অন্নকূটে সামিল হন তিন হাজার মানুষ। তবে শুধু একটা দিন নয়। এখানে বারো মাসেই একইরকম ভক্তিভরে পুজো পান মা।কালীবাড়ির আয়তন খুব একটা বড় নয়। তাই ভক্তসংকুলান করতে গোটা চত্বর মুড়ে ফেলা হয় সামিয়ানায়।

First Published: Sunday, October 23, 2011, 18:52


comments powered by Disqus