Last Updated: Sunday, October 23, 2011, 18:52
শহরের খ্যাতনামা কালীবাড়িগুলির মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের ঢাকা কালীবাড়ি। প্রথমে ফি বছর কালীপুজোয় মাটির প্রতিমা এনে তা একবছর রেখে দেওয়া হত। বছর তিরিশ হল সেই রেওয়াজ বিলুপ্ত। এখন কষ্ঠিপাথরের অপূর্ব মুর্তিতে পূজিত হন আদ্যাশক্তি।