Last Updated: November 11, 2013 23:11

ধানবাদে কয়লাখনি ধসে মৃত্যু হল চারজনের। চার্চ ভিক্টোরিয়া এলাকার আজ হঠাত্ই হুড়মুড় করে ভেঙে পড়ে বাসন্তী মাতা কোলিয়ারির ছাদ। সকাল সোয়া এগারোটা নাগাদ তখন বিসিসিএল- এর ওই খনিতে তখন কাজ করছিলেন দুশোরও বেশি শ্রমিক।
আচমকা খনির ছাদ ধসে পড়ায় আটকে পড়েন সকলেই। সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ। নামানো হয় প্রায় একশো জনকে। কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। খনির ছাদ ধসে মৃত্যু হয়েছে চারজনের। নিহতদের মধ্যে তিনজনই শ্রমিক। একজন খনির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
ইসিএলের আধিকারিক ও পুলিস এসে গোটা এলাকা ঘুরে দেখেন৷ শুরু হয় খনি ভরাট করার কাজ৷ বারবার একই জায়গায় ধসের ঘটনায় আতঙ্কিত শ্রমিক থেকে বাসিন্দারাও৷
First Published: Monday, November 11, 2013, 23:11