Last Updated: Monday, November 11, 2013, 23:11
ধানবাদে কয়লাখনি ধসে মৃত্যু হল চারজনের। চার্চ ভিক্টোরিয়া এলাকার আজ হঠাত্ই হুড়মুড় করে ভেঙে পড়ে বাসন্তী মাতা কোলিয়ারির ছাদ। সকাল সোয়া এগারোটা নাগাদ তখন বিসিসিএল- এর ওই খনিতে তখন কাজ করছিলেন দুশোরও বেশি শ্রমিক।