Last Updated: October 24, 2011 15:14

সোনার দাম সাতাশ হাজার ছুঁই ছুঁই। অথচ ধনতেরাসে সোনা কেনা চাই। তাই মূল্যবৃদ্ধির জন্য যতই হাঁসফাঁস অবস্থা হোক, সোনার দোকানে কিন্তু ভিড় বাড়ছে ক্রেতাদের। অন্তত, ধনতেরাসের আগে সোনা বিক্রির হিসাব তো সেই ইঙ্গিতই দিচ্ছে।
First Published: Monday, October 24, 2011, 15:14