Last Updated: Friday, April 6, 2012, 15:37
কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের আশ্বাসের পর দেশজুড়ে ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার থেকেই তাঁরা ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে স্বর্ণ ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিনিধিরা শুক্রবার সোনিয়া গান্ধী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাধারণ গয়নার ওপর থেকে এক শতাংশ শুল্ক প্রত্যাহারের ব্যাপারে তাঁরা আশ্বাস দিয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।